‘‍‌আমরা সুযোগ হাতছাড়া করতে চাই না’

কঠোর অনুশীলনে অলিভিয়ার জিরু

‘‍‌আমরা সুযোগ হাতছাড়া করতে চাই না’

ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ স্ট্রাইকার অলিভিয়ার জিরু মনে করেন, ২০১৬ ইউরো টুর্নামেন্টে পর্তুগালের কাছে হেরে শিরোপা হাতছাড়া করা দলটির চেয়ে এবারের দলের মানসিক দৃঢ়তা অনেক বেশি।

আগামীকাল রোববার (১৫ জুলাই) ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের আক্রমণভাগের নেতৃত্ব দিবেন ৩১ বছর বয়সী জিরু। গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে ম্যাচ থেকে ওসমান ডেম্বেলের পরিবর্তে খেলে যাচ্ছেন তিনি।  

নকআউট পর্বে আর্জেন্টিনা, উরুগুয়ে ও বেলজিয়ামের বিপক্ষে দারুণ নৈপুণ্য ‘লে ব্লুস’দের বিশ্বকাপ শিরোপা জয়ে সব দিক দিয়েই এগিয়ে রাখছে।

জিরু বলেন, ‘আন্তর্জাতিক আঙিনায় আরেকটি সুযোগ নষ্ট করতে চায় না ফ্রান্স। ’

চেলসি ফরোয়ার্ডের ভাষ্য,‘ এটি আলাদা। (ইউরোতে) আমরা যখন জার্মানির বিপক্ষে সেমিফাইনালে জয়লাভ করি, তখন অতিমাত্রায় আনন্দিত হয়ে পড়েছিলাম। কিন্তু (বিশ্বকাপে) বেলজিয়ামের বিপক্ষে জয়লাভের প্রেক্ষাপটটি আলাদা।

আমরা এবার একই রকম অনুভূতিতে নেই। কারণ জানি, এখনো একটি ম্যাচ বাকি আছে, যেখানে জয় পেতেই হবে। যে কারণে আমাদের কাজ শেষ করার জন্য সেখানে সত্যিকারের মনোনিবেশ করতে হবে। আমরা এখন শুধু শিরোপা জয়ের কথাই ভাবছি। ’

‘এখানে পৌঁছানোর জন্য আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। এই সুযোগটি কোনভাবেই হাতছাড়া করা যাবেনা’- যোগ করেন জিরু।


সূত্র: ফোর ফোর টু

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর