আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে নওয়াজ শরীফকে

আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে নওয়াজ শরীফকে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

লন্ডন থেকে দেশে ফিরেই শুক্রবার রাতে লাহোর বিমানবন্দরে গ্রেপ্তার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজ।

আটকের পর নওয়াজ শরীফকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। সেখানকার একটি গেস্ট হাউজকে সাব জেল ঘোষণা করে মেয়ে মরিয়মকে রাখা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গ্রেপ্তারের পরেই নওয়াজ শরীফ এবং মরিয়মকে একটি বিশেষ বিমানে রাজধানী ইসলামাবাদে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে তাদেরকে পাঞ্জাবের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আনা হয়।

নওয়াজের গ্রেপ্তারকে ঘিরে লাহোরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন। সেখানে অতিরিক্ত ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একইসাথে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গেল সপ্তাহে পাকিস্তানের একটি আদালত নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়মকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে। নওয়াজকে ১০ বছর ও মরিয়মকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সূত্র: খালিজ টাইমস

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর