রাস্তায় লম্বা বোরখা দেখলেই কেটে দিচ্ছে পুলিশ!

রাস্তায় লম্বা বোরখা দেখলেই কেটে দিচ্ছে পুলিশ!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দীর্ঘ দিন ধরে চীনের উইঘুরে মুসলিমদের ওপরে বর্বরতার অভিযোগ রয়েছে। রমজান মাসে সেখানে মুসলমানদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা ও মুসলিম প্রথা অনুযায়ী শিশুদের নাম রাখাও নিষিদ্ধ করা হয়েছে।

এবার সেখানে মুসলিম নারীদের ওপর নতুন নির্যাতন শুরু করেছে স্থানীয় পুলিশ। রাস্তায় বের হওয়া নারীদের ধরে জোর করে বোরখা বা রোরখা সদৃশ লম্বা পোশাক কেটে ফেলা হচ্ছে।

 

চীনের উইঘুর এলাকায় মুসলিম নারীদের লম্বা বোরকা বিশেষ  ঝুলে থাকা অংশ দেখলেই তা কেটে নেয়ার নতুন এ নির্যাতন শুরু করেছে পুলিশ।

ডকুমেন্টিং এগেইনস্ট মুসলিম নামক একটি সংগঠন জানিয়েছে, মুসলিম নারীদের পোশাক লম্বা হলে কিংবা কোমরের নিচে ঝুলে থাকলেই রাস্তার মাঝে তাকে ধরে কাঁচি দিয়ে কেটে ছোট করে দেয়া হচ্ছে।  

চীনা পুলিশের এমন ন্যাক্কারজনক কাণ্ডের জন্য নিন্দা জানিয়েছে সংগঠনটি।

 

সূত্র: ইয়েনি শাফাক

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর