এবার রোনালদোর নামে আইসক্রিম-পিৎজা!

এবার রোনালদোর নামে আইসক্রিম-পিৎজা!

ক্রীড়া ডেস্ক

১১২ মিলিয়ন ইউরোয় রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ সিআরসেভেনকে নিয়ে এখন তাই মাতোয়ারা ইতালির ফুটবল ফ্যানরা৷ রোনালদোর নামাঙ্কিত জার্সি, টি-শার্ট তো ছিলই৷ এবার খাবারের সঙ্গেও যোগ হয়েছে ‘রোনালদো ফ্লেভার’৷ তুরিনের রেস্তোরাঁ এবং কোল্ড ড্রিংকস ক্যাফেগুলোতে রোনালদোর নামাঙ্কিত স্পেশাল ফ্লেভার পিৎজা এবং আইসক্রিম তৈরি হচ্ছে।

ইতালিতে পা ফেলার আগেই রীতিমতো পোপের সমতুল্য সমাদর পাচ্ছেন রোনালদো৷ লা পোর্তে নামের এক রেস্তোরাঁ জানিয়েছে, তারা রোনালদোর নামে স্পেশাল সিআরসেভেন পিৎজা এবং আইসক্রিম বানাচ্ছে৷ রেস্তোরাঁটির কর্ণধার জানান, ‘এই স্পেশাল প্রিপারেশনগুলির জন্য আমরা জিঞ্জা নামের এক স্পেশাল পর্তুগিজ লিকার ব্যবহার করেছি৷ এটা আসলে পর্তুগিজদের পছন্দসই এক চেরি লিকার৷’

‘পর্তুগালে এই লিকারটি চকলেট কাপে সার্ভ করা হয়৷ আইসক্রিমটি বানাতে আমরা দুধ, ক্রিম, চিনি, কারোব ময়দা এবং জিঞ্জা ব্যবহার করেছি৷’ 

রেস্তোরাঁর মালিক আরও জানান, ‘৭ জুলাই রোনালদোর এখানে (ইতালিতে) আসার কথা ছিল। ওই দিনই তার নামাঙ্কিত পিৎজা এবং আইসক্রিম বিক্রি শুরু করেছি আমরা৷’ 

দোকানের কর্ণধারের আশা নিজের নামাঙ্কিত খাবারের কথা শুনে তা চেখে দেখতে আসবেন পর্তুগিজ যুবরাজ৷

সূত্র: ফক্স স্পোর্টস

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর