ভারতীয় ভিসা সেন্টারের উদ্বোধন

ভারতীয় ভিসা সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভারতীয় ভিসা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ (১৪ জুলাই) সকাল ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভিসা সেন্টারের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও পরিচালক মনিকা নাজনিন ইসলাম। এছাড়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরে এক বাংলাদেশির হাতে প্রতীকী ভিসা তুলে দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনদিনের সফরে শুক্রবার সন্ধ্যা ৬টায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, সাড়ে ১৮ হাজার বর্গফুটজুড়ে নতুন এ কেন্দ্রে একই সময়ে ৭০০ লোক অবস্থান করতে পারবেন। ৪৮টি কাউন্টারে ভিসা প্রত্যাশীদের সেবা দেয়া হবে।

প্রতিদিন অন্তত ৬ হাজার ব্যক্তি পাসপোর্ট জমা দিতে পারবেন।

সম্পর্কিত খবর