হাসপাতাল থেকে বৃহস্পতিবার ছাড়া পাবে থাই কিশোররা

হাসপাতাল থেকে বৃহস্পতিবার ছাড়া পাবে থাই কিশোররা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় ১৭ দিন আটকা থাকার পর উদ্ধার হওয়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ দ্রুতই সুস্থ হয়ে উঠছে। কাজেই আসছে বৃহস্পতিবার (১৯ জুলাই) তারা হাসপাতাল থেকে ছাড়া পাবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী পিয়াসাকোল সাকোলসাটাইয়াড্রন এ তথ্য জানিয়েছেন।  

থাই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ কিশোর ও তাদের কোচ শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠছে।

তারা আগামী ১৯ জুলাই বাড়ি ফিরতে পারবে। তিনি আরও বলেন, হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর তাদের নিয়ে যে হুড়োহুড়ি শুরু হবে, তার জন্য কিশোর দল ও তাদের পরিবারকে আমরা প্রস্তুত করছি।

আজ (১৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে কিশোরদের একটি ভিডিও দেখানো হয়েছে। তাতে দেখা গেছে, তারা হাসপাতালের বেডে বসে আছে।

সুস্থ ও ভালো আছে। উদ্ধারকারীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে কিশোর ফুটবলাররা।

নট নামে ১৪ বছর বয়সের এক কিশোর জানায়, আমি এখন সুস্থ। আমাকে রক্ষার জন্য ধন্যবাদ।

উল্লেখ্য, ১১-১৬ বছর বয়সী এই কিশোররা কোচের সঙ্গে মাত্র এক ঘণ্টা থাকার ইচ্ছে নিয়ে গেল ২৩ জুন গুহায় ঢুকেছিল। কিন্তু প্রবল বর্ষণ শুরু হলে পাহাড়ি ঢলে তারা সেখানে আটকা পড়ে।

নিখোঁজ হওয়ার ১০ দিনের মাথায় গুহার মুখ থেকে ৪ কিলোমিটার ভেতরে দলটির সন্ধান পান দুই ব্রিটিশ ডুবুরি। অবশেষে গত রোববার (৮ জুলাই) থেকে কিশোরদের বের করে আনার চূড়ান্ত অভিযান শুরু হয়। ওই দিন ৪ জন, পর দিন ৪জন এবং তৃতীয় দিন আরও ৪ কিশোর ও তাদের কোচকে নিরাপদে বের করে আনা হয়।

বর্তমানে চিয়াং রাইর একটি হাসপতালে সবার চিকিৎসা চলছে।

 

সূত্র: রয়টার্স

অরিন/
নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর