ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিসহ ২৪ জনের বিরুদ্ধে শিবিরের মামলা

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিসহ ২৪ জনের বিরুদ্ধে শিবিরের মামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রশিবিরের নেতাকর্মীদের মারধর এবং পুলিশে দেওয়ার অভিযোগে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করেছে ছাত্রশিবির।

এর মধ্যে ১৫ জনের নাম উল্লেখসহ বাকি ৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ৮ আগস্ট শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রশিবিরের ১৩ নেতাকর্মীকে মারধরের ঘটনায় এ মামলা করা হয়।

বৃহস্পতিবার রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে মামলাটি দায়ের করেন রাবি শাখা শিবিরের সাহিত্যবিষয়ক সম্পাদক নাবিউল ইসলাম।

আদালতের বিচারক জুলফিকার উল্লাহ মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করতে মতিহার থানাকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি মাহফুজ আল আমিন, শাদীদ মুনতাসির এলাহী, বরজাহান আলী, আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়, চঞ্চল কুমার অর্ক, আবিদ আহসান লাবন, মেহেদী হাসান মিশু, দফতর সম্পাদক আবুল বাশার, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল হক, সহ-সম্পাদক আরমান কায়সার আবির।
 

সম্পর্কিত খবর