কাশেম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

কাশেম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ।

কাশেম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে কৃষক আবুল কাশেম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে চরঞ্চলবাসী। রোববার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত ডিআইজি কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করে তারা। ফলে রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য দেন- মোশারফ হোসেন, আসাদুজ্জামান জামাল, আবু বকর সিদ্দিক সাগর, মোশারফ আহম্মেদ, কামরুল ইসলাম, বাদল মিয়া, সাইদুল ইসলাম, কাশেমের স্ত্রী জোবেদা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, কাশেম হত্যার পাঁচ মাস পেরিয়ে গেলেও আমরা বিচারের কোনো তৎপরতা দেখছি না। শুধু একজন আসাসি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

পরে রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

গত ৩ এপ্রিল তুচ্ছ ঘটনা নিয়ে সদর উপজেলার জয়বাংলা বাজারে চরভবানীপুরের কৃষক আবুল কাশেমকে কুপিয়ে পিটিয়ে হত্যা করে সিদ্দিক, আলমগীর, টিটু, মোজাম্মেল এবং সাদেকসহ ১৫/২০জন।

(নিউজ টোয়েন্টিফোর/নোমান/তৌহিদ)