শাহজালাল বিমানবন্দরে অাগুন

শাহজালাল বিমানবন্দরে অাগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

শাহজালাল বিমানবন্দরে অাগুন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

রোববার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে ইমিগ্রেশন অফিসের দোতলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অাগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, টার্মিনালে প্রচুর পরিমাণ ধোঁয়া দেখা যাচ্ছে। কোথা থেকে ধোঁয়া আসছে তা খোঁজার চেষ্টা করছি।

এদিকে বিমানবন্দর এপিবিএন'র সিও রাশেদুল ইসলাম বলেছেন, বিমানবন্দরে কোথাও আগুন দেখা যায়নি। ইমিগ্রেশনের পর লবিতে ধোঁয়া দেখে অনেকে ভয় পেয়েছেন।

ধারণা করছি কোথাও বৈদ্যুতিক গোলযোগ থেকে ধোঁয়া দেখা যেতে পারে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন লাগার পর ইমিগ্রেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এখনো ধোঁয়ার উৎসস্থল খুঁজতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

সম্পর্কিত খবর