‘ইসরাইলের আয়রন ডোম কাজ করে না’

আয়রন ডোম।

‘ইসরাইলের আয়রন ডোম কাজ করে না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ আবারও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে স্বীকার করেছে দেশটি।

ইসরাইলি সেনাবাহিনী রোববার এ স্বীকারোক্তি দেয়।

বলা হয়, গতকাল ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা ইহুদিবাদী উপশহর লক্ষ্য করে ১৭৪টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে মাত্র ৩০টি রকেট ও ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম হয়েছে ‘আয়রন ডোম’।

গাজা থেকে নিক্ষিপ্ত রকেট ও ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই গাজা সীমান্তের কাছে ইহুদিবাদী উপশহরগুলোতে আঘাত হেনেছে। ইসরাইলি মিডিয়া ক্ষয়ক্ষতির খবর সেন্সর করলেও সিদরুত উপশহরে তিন ইসরাইলি সেনা আহত হওয়ার খবর ফাঁস হয়ে গেছে। ইসরাইলি সেনাবাহিনীও পরবর্তীতে এ খবরের সত্যতা স্বীকার করেছে।

গাজায় হামলার ব্যাপারে বর্ণবাদী ইসরাইল আরও বলেছে, তারা গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসসহ বিভিন্ন প্রতিরোধ সংগঠনের ৪০টিরও বেশি অবস্থানে হামলা চালিয়েছে।

আরও পড়ুন: সিরিয়ার পাল্টা হামলা, ব্যর্থ ইসরাইলের ‘আয়রন ডোম’

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় গতকালের ইসরাইলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি শহীদ ও ২৫ জন আহত হয়েছে। এর আগে গত শুক্রবার গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই হামলাতে শহীদ হন ১৫ ও ১৮ বছর বয়সী দুই ফিলিস্তিনি তরুণ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)