জেগে উঠতে পারে মাউন্ট আগুং, বালি দ্বীপে সতর্কতা

মাউন্ট আগুং

জেগে উঠতে পারে মাউন্ট আগুং, বালি দ্বীপে সতর্কতা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যেকোনো সময় অগ্ন্যুৎপাতের আশঙ্কা দেখা দিয়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। আবার জেগে উঠতে পারে ৭৫ কিলোমিটার দীর্ঘ আগ্নেয়গিরি মাউন্ট আগুং।  এ বিষয়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়া সরকার। পাশাপাশি, সকলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার তৎপরতা শুরু করেছে প্রশাসন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রায় পঞ্চাশ বছর পরে আবার জেগে উঠতে পারে মাউন্ট আগুং। সেখানে অবস্থিত বিখ্যাত টুরিস্ট স্পট কুটাতে প্রশাসন জানিয়েছে, কমপক্ষে নয় কিলোমিটার দূরে সরে যেতে হবে প্রত্যেককে। প্রাথমিক হিসাব অনুযায়ী, সরিয়ে ফেলতে হবে প্রায় দশ হাজার মানুষকে।  

যদিও ন্যাশনাল ডিজাস্টার এজেন্সির দাবি তেমন ভয় পাওয়ার কিছু নেই।

তবে সেই ঝুঁকি নিতে চাইছেন না কেউ। এই মুহূর্তে ইন্দোনেশিয়া ভ্রমণের প্রতি সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষও।  

শেষবার ১৯৬৩ সালে জেগে উঠেছিল মাউন্ট আগুং। সেইবার জ্বলন্ত লাভায় ঝলসে মৃত্যু হয়েছিল হাজারো মানুষের।

সম্পর্কিত খবর