ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে তথ্য কর্মকর্তারা

শনিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদমাধ্যম পরিদর্শনে এসে মতমিনিময় সভায় মিলিত হন তথ্য কর্মকর্তারা

ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে তথ্য কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

দৈনিক সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম, রেডিও, টেলিভিশনসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সবকটি গণমাধ্যম পরিদর্শন করলেন সরকারের বিভিন্ন দফতরে কর্মরত তথ্য কর্মকর্তারা। শনিবার বেলা ১২ টার দিকে তারা বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে আসেন। এরপর মিডিয়া কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। গণমাধ্যমকর্মীদের সঙ্গে তথ্য কর্মকর্তাদের সংযোগ বৃদ্ধি ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কীভাবে সঠিক তথ্য দ্রুত জনমানুষের সামনে তুলে ধরা যায় এ নিয়ে সভায় আলোচনা হয়।

 

দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টি ফোরের সিইও নঈম নিজামের সঞ্চালনায় এতে সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদ, নিউজটোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান ও প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদি মালেক সজীব, ডেইলি সানের নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান, বাংলানিউজের কনসালটেন্ট এডিটর জুয়েল মাজহার প্রমুখ।

news24bd.tv

মতবিনিময় সভার পর তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যানারে পরিচালিত বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলানিউজ২৪.কম, রেডিও ক্যাপিটাল ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন কার্যালয় ঘুরে দেখেন।

তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বীর নেতৃত্বে তথ্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ফায়জুল হক,তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ, তথ্য অধিদফতরের চিফ ফিচার রাইটার মো. আলী সরকার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহা. আসলাম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ. মুমেন, দুর্নীতি দমন কমিশনের সিনিয়র তথ্য অফিসার প্রণব কুমার ভট্টাচার্য্য, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার বিবেকানন্দ রায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসী, তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার মো. মঞ্জুর-ই-মাওলা, দীপংকর বর, আফরোজা নাইচ রিমা,  তথ্য অফিসার ইসরাত জাহান, ফাহমিদা শারমীন হক, মো. আলমগীর হোসেন, ফাহিমা জাহান, এ এম ইমদাদুল ইসলাম, বিরোধীদলীয় নেতার কার্যালয়ের তথ্য অফিসার মো. মামুন হাসান, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অফিসার জাহাঙ্গীর আলম, সমাজ কল্যান মন্ত্রণালয়ের তথ্য অফিসার মাইদুল ইসলাম প্রধান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন, তথ্য অধিদফতরের ক্রয় কর্মকর্তা মো. শাহ আলম সরকার ও সহকারী প্রধান আলোকচিত্র গ্রাহক ইসমাইল হোসেন।

সম্পর্কিত খবর