অপু বিশ্বাসের ফেসবুক আইডি হ্যাক,কি লিখেছেন হ্যাকার?

চিত্রনায়কা অপু বিশ্বাস

অপু বিশ্বাসের ফেসবুক আইডি হ্যাক,কি লিখেছেন হ্যাকার?

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চিত্রনায়কা অপু বিশ্বাসের ফেসবুক আইডি হ্যাক হয়েছেন। হ্যাক করার পর হ্যাকার ২টি স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাসের ফেসবুক আইডি থেকে। এ নিয়ে অপু বিশ্বাসের ফ্যানদের মধ্যে বয়ে যাচ্ছে অনেক ঝড়। তবে আইডি ফেরত পেতে হ্যাকারদের সাথে যোগাযোগ করছেন অপু।

হ্যকারদের কবলে পড়ে বিভিন্ন সময় ব্ল্যাকমেইলের শিকার হতে হয় অনেক তারকাদের।

তবে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছে। তবে ব্ল্যাকমেইলের শিকার হননি বরং হ্যাকারদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই তারকা।

জেনে নিন হ্যাকারদের দেয়া দুটি স্ট্যাটাস!

হ্যাক হওয়ার পর হ্যাকার যে দুইটি স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাসের ফেসবুক আইডি থেকে।

তা পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

‘ডিয়ার অপু বিশ্বাস আপু কেমন আছেন? আশা করি, ভালো নেই কারণ আপনার আইডির সিকিউরিটি দুর্বল থাকায় আমাদের Toxic Team-TT গ্রুপের পক্ষ থেকে হ্যাক করা হলো। তবে এটাকে আমি হ্যাক বলব না, এটা করার কারণ আপনার চোখ কান খুলার জন্য এটা করা হয়েছে। আমরা আপনার আইডির কোনো ক্ষতি করার জন্য হ্যাক করিনি, সত্যি বলছি বোন আপনাকে অনেক ভালোবাসি। আপনার কোনো ক্ষতি হবে সেটা নিজের চোখে দেখলে সহ্য করতে পারব না। তাই নিজেরাই এটা করলাম। পরে কেউ যেনো হ্যাক না করতে পারে সেটার ব্যবস্থা করে দিবো।

আপনি বোন সেলেব্রেটি মানুষ। আপনার আইডির সিকিউরিটি যদি দুর্বল হয় তাহলে কিভাবে হবে বোন? আপনার আইডি যদি অন্য দেশের কোনো হ্যাকার এক্সেস নিয়ে নেয় তাহলে আপনাকে বিভিন্ন রকম হ্যারেজমেন্ট করার চেষ্টা করবে। সময় থাকতে বোন সচেতন হন, আইডির সিকিউরিটি নিয়ে কোনো প্রকার কোনো সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করেন। প্রয়োজনে আমাদের Toxic Team- TT অফিসিয়াল পেজে মেসেজ করবেন!’

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার আইডিটা যিনি হ্যাক করেছেন তিনি আমার শুভাকাঙ্ক্ষী। আইডি হ্যাক করে মেসেজ দিয়েছেন। পরে আমি তাকে ফোন করলে জানান, তিনি আমার ভক্ত। আমাকে তিনি ভালোবাসেন। আইডিটা দুর্বল ছিল। এটা প্রোটেক্ট করার জন্যই হ্যাক করেছেন। ’

তিনি আরও বলেন, ‘আমি তাকে ধন্যবাদ দিয়েছি। তিনি ভালো মানুষ। সবকিছু ঠিক করে আমাকে আইডিটা ফেরত দিতে চেয়েছেন। আমি তাকে বলেছি, আইডিটা তার কাছেই থাক। কারণ আমি বুঝতেছি হ্যাকার ভালো একজন মানুষ। আইডিটা ওখানেই নিরাপদ। আজ সন্ধ্যায় হয়তো আইডিটা আমি ওপেন করব। ’


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর