সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকায় নাম নেই শাহরুখের!

শাহরুখ খান

সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকায় নাম নেই শাহরুখের!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সবচেয়ে বেশি আয় করা বিশ্বের একশ তারকার নামের তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এ তালিকায় সালমান খান, অক্ষয় কুমারের নাম থাকলেও নেই বলিউড বাদশাহ শাহরুখ খান।

গেল বছরের ১ জুন থেকে চলতি বছর ১ জুন পর্যন্ত বিশ্বের তারকাদের ট্যাক্স প্রদানের পূর্বের আয়ের জরিপে তৈরি হয়েছে এ তালিকা।  

এবার ১০০ তারকার সম্মিলিত আয় ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৭ সালের তুলনায় ২২% বেশি।

এর মধ্যে এ বছর ১১ জন তারকার আয় ১০০ মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

ফোর্বসের জরিপ অনুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি আয় করা তারকা মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। তার আয় ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার। তালিকার ৭৬তম স্থানে রয়েছেন অক্ষয় কুমার।

সালমান খান রয়েছেন ৮২তম স্থানে।  

বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এ তালিকায় থাকলেও এবার নাম নেই শাহরুখ খানের। ৩৮ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে গত বছর ৬৫তম স্থানে ছিলেন তিনি।

ফোর্বসের জরিপে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ১০ তারকা:

১. ফ্লোয়েড মেওয়েদার (বক্সার) | ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার

২. জর্জ ক্লুনি (অভিনেতা, ব্যবসায়ী) | ২৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

৩. কাইলি জেনার (মডেল) | ১৬৬.৫ মিলিয়ন মার্কিন ডলার।

৪. জুডি শেইন্ডলিন (টিভি ব্যক্তিত্ব ও আইনজীবী) | ১৪৭ মিলিয়ন মার্কিন ডলার

৫. ডোয়াইন জনসন (অভিনেতা) | ১২৪ মিলিয়ন মার্কিন ডলার

৬. ইউ ২(ব্যান্ড) | ১১৮ মিলিয়ন মার্কিন ডলার

৭. কোল্ডপ্লে (ব্যান্ড) | ১১৫.৫ মিলিয়ন মার্কিন ডলার

৮. লিওনেল মেসি (ফুটবলার) | ১১১ মিলিয়ন মার্কিন ডলার

৯. এড শিরান (সংগীতশিল্পী) | ১১০ মিলিয়ন মার্কিন ডলার

১০. ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবলার) | ১০৮ মিলিয়ন মার্কিন ডলার



সূত্র: হিন্দুস্তান টাইমস 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর