সৌদি রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে বিমান

সৌদি রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে বিমান

মোহাম্মদ আল-আমীন • সৌদি আরব প্রতিনিধি

হজ ফ্লাইট সুষ্ঠভাবে পরিচালনার জন্য ১৪ জুলাই থেকে ১ আগস্ট এবং ২৭ আগস্ট থেকে ২০সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের অন্তত ৪২টি ফ্লাইট বাতিল করেছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ফ্লাইট বাতিলের পর বিভিন্ন মহল থেকে বিমান কর্তৃপক্ষের দিকে সমালোচনার তীর ছোড়া হয়। শেষ পর্যন্ত আলোচনার পর আগের সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসতে বাধ্য হলো বিমান।

নতুন ঘোষণা অনুযায়ী, নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ এবং লিজে আনা উড়োজাহাজ দিয়ে মধ্যপ্রাচ্যের ফ্লাইট শিডিউল পুনর্বিন্যাস করেছে বিমান।

ফলে এখন থেকে সপ্তাহে ৩ দিন ঢাকা-রিয়াদ-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল করবে বলে জানিয়েছে দেশের পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।
 
বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি হজ-অপারেশন্স সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রিয়াদগামী কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছিল। এছাড়াও মধ্যপ্রাচ্যের দোহা ও কুয়েত রুটে শিডিউল বিপর্যয়ের বিষয়ে শঙ্কা করা হয়েছিল। তবে নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ এবং লিজে আনা উড়োজাহাজ দিয়ে এখন তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

 
মধ্যপ্রাচ্যের সকল যাত্রীদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের নিজ নিজ গন্তব্যে নিয়ে যাওয়ার সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। আশা প্রকাশ করা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল শিগগিরই নিয়মিত হয়ে যাবে।
 
এ সংক্রান্ত তথ্য জানতে নিকটস্থ বিমান সেলস কল সেন্টার এবং ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট যাত্রীদের অনুরোধ করা হয়েছে।


আল-আমীন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর