দিনাজপুর বোর্ডে মেয়েরা এগিয়ে

মেয়েদের উল্লাস।

দিনাজপুর বোর্ডে মেয়েরা এগিয়ে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরিক্ষার ফলাফলে এবার মোট পাশের হার ৬০ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৫৬ দশমিক ২২ ও মেয়েরা ৬৪ দশমিক ৫১  শতাংশ। গতবছর (২০১৭) পাশের হার ছিল ৬৫ দশমিক ৪৪ শতাংশ।

দিনাজপুর বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৯৭জন শিক্ষার্থী।

যার মধ্যে ১হাজার ৩৪৪ জন ছাত্র এবং ৯৫৩জন ছাত্রী। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে ৮টি জেলার ৬৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১লাখ ২১হাজার ৩৩৪জন। এবার পাশ করেছে মোট ৭১হাজার ৯৫১জন।

দিনাজপুর শহরের হলিল্যান্ড কলেজ শিক্ষার্থীরা ফলাফল ভালো করায় তাদের আনন্দ উল্লাস ছিল লক্ষ্য করার মতো।

প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩৭জন।

এ বছর দিনাজপুর বোর্ডে পাশের হার কম হওয়ার পেছনে বোর্ড কর্মকর্তারা বলছে বেশির ভাগ শিক্ষার্থী ইংরাজিতে (৪৯ হাজার ৪৬৩ জন) অকৃতকার্য হয়েছে। অপর দিকে শিক্ষার্থীরা বলছেন, পড়াশোনার মানের কারণে এমটা হয়েছে।
 

সম্পর্কিত খবর