কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধI প্রতীকী ছবি

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শ্যাম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভেড়ামারা বাকাপুলের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫শ' পিস ইয়াবা, একটি ওয়ান শুট্যারগান, দুই রাউন্ড গুলি, দুইটি গুলির খোসা উদ্ধার করেছে।

এ ঘটনায় পুলিশের এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মাদক বেঁচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে উপজেলার চরদামুকদিয়া বাঁকাপুল এলাকায় অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে শ্যাম গুলিবিদ্ধ হয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শ্যামকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত শ্যাম উপজেলার ক্ষেমিরদিয়াড় এলাকার মৃত তোবারক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় আটটি মাদকের মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

সম্পর্কিত খবর