মহেশখালীর পাহাড়ে অস্ত্রের কারখানা, আটক ২

প্রতীকী ছবি

মহেশখালীর পাহাড়ে অস্ত্রের কারখানা, আটক ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীর কালামারছড়ায় দূর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। শনিবার রাতে অভিযান চালিয়ে এর সঙ্গে জড়িত দুই অস্ত্র তৈরির কারিগরকে গ্রেপ্তার করেছে তারা।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।

সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র‌্যাব।

র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম।

তাদের নিয়ে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৩টি লম্বা বন্দুক, সাতটি ওয়ান শুটার গান, ২৪ রাউন্ড কাতুজ ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।