সাকিব-তামিমের জুটিতে দেড়শ পার
বাংলাদেশ ৩৫ ওভারে ১৬০/১

সাকিব-তামিমের জুটিতে দেড়শ পার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শুরুতেই এনামুল বিজয়ের বিদায়ের পর অনেটা নারবাজ হয়েগিয়ে ছিলপর সাকিব-তামিমরা। শুরুর প্রথমটা শক্ত ছিল না। একটু একটু করে পা বাড়াছিল। নিজেদের সহজাত ক্রিকেট খেলতে শুরু করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

ভাগ্যকে পাশে পাওয়া দুই বাঁহাতি ব্যাটসম্যান গড়েছেন দেড়শ  রানের জুটি। তাদের দৃঢ়তায় এগোচ্ছে বাংলাদেশ।

দ্বিতীয় ওভারে এনামুল হক ফিরে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ১ রান। সেখান থেকে ৩৫তম ওভারে দলের সংগ্রহ তিন অঙ্কে নিয়ে গেছেন তামিম-সাকিব।

  ৩৪ ওভারে গড়েছেন ১৫০ রানের জুটি।

দুই জনের শুরুটা ছিল দুই রকম। নিজেকে পুরোপুরি গুটিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। প্রথম ২৪ বলে করেছিলেন মোটে ৪ রান। অন্য দিকে দ্বিতীয় ওভারে ক্রিজে আসার পর থেকে ঝুঁকি নিয়ে শট খেলতে শুরু করেন সাকিব আল হাসান। কঠিন সময় পার করে দেওয়ার পর দুই জনই খেলছেন সহজাত ক্রিকেট। তামিম ৭৭ সাকিব ৭৪ রান নিয়ে ব্যাটিং করছেন।

এর আগে ক্যারিয়ারের ৪২তম ফিফটিতে পৌঁছান তামিম। ৮৭ বলে আসে তামিমের পঞ্চাশ, সাকিবের লাগে ৬৮ বল। দেবেন্দ্র বিশুকে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ৩৮তম ফিফটিতে পৌঁছান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর