সিরাজগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রতীকী ছবি

সিরাজগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরাজগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী গ্রামে ও রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নর মলি­কচাঁন উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৃত খোরশেদ আলম তালুকদারের ছেলে রতন তালুকদার (৫০) ও রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের মল্লিক চাঁন উত্তরাপাড়া গ্রামের আব্দুল গনী শেখের ছেলে মাহমুদুল হাসান (৩২)।

তিনি জানান, রতন মালয়েশিয়া প্রবাসী।

কিছুদিন আগে তিনি ছুটি কাটাতে দেশে এসেছেন। দুপুরে বৃষ্টির হলে বাড়ি ভিতর থেকে পানি বের করে দেয়ার জন্য ড্রেনের কাজ করছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমিতে কৃষিকাজ করছিলেন মাহমুদুল হাসান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আমিরুল ইসলাম তৌহিদ মৃত্যুর খবর নিশ্চিত করেন।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর