কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত

ফাইল ছবি

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কক্সবাজারে পৃথক পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের চার ভাইবোনসহ নিহত হয়েছে পাঁচজন। আহত হয়েছে আরও আট জন। বুধবার ভোরে কক্সবাজার শহরের দক্ষিন রুমালিয়ার ছড়া, রামুর দক্ষিণ মিঠাছড়ি ও লিংক রোড় এলাকায় এ ঘটনা ঘটে।
 
শহরের দক্ষিন রুমালিয়ার ছড়ার বাচামিয়ার ঘোনা নামক এলাকায় পাহাড়ে ঝুকিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন প্রবাসী জামাল হোসেনের পরিবার।

আজ ভোরে পাহাড় ধবসে নিহত হন তার  স্ত্রী ছেনুয়ার বেগম সহ তাদের চার সন্তান।

এদিকে ভোরে ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে দমকল বাহিনীর কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় নিহতদের উদ্ধার করে তারা ।
---------------------------------------------------------
আরও পড়ুন  : কয়লা খনির এমডিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

----------------------------------------------------------

পাহাড় ধ্বসে নিহতরা হলেন,  ছেনুয়ারা বেগম।

তার চার ছেলেমেয়ে মর্জিয়া আক্তার, কাফিয়া আক্তার খায়রুন্নেছা  ও আব্দুল হাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে বিশ হাজার ও আহতদের দশ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

এদিকে টানা তিন দিনের ভারি বর্ষনে কক্সবাজারে বিভিন্ন স্থানে ২০ টিরও বেশি পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে । তবে এঘটনা ছাড়া কেউ হতাহত হয়নি।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

 

সম্পর্কিত খবর