ফয়জুলসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ফয়জুলসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নবেল চৌধুরী • সিলেট ব্যুরো

সিলেটে অধ্যাপক ড. জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত ফয়জুল হাসানসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

আজ (২৬ জুলাই) দুপুরে সিলেট মহানগর হাকিম হরিদাস কুমারের আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।

ফয়জুল হাসান ছাড়াও অন্যান্য অভিযুক্তরা হলো- তার বন্ধু সোহাগ মিয়া, বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান।

৩৫৩ পৃষ্ঠার এ অভিযোগপত্রে ৬০ জনকে সাক্ষী করা হয়েছে।

বিভিন্ন উষ্কানিমুলক বই পড়ে হুজুরদের ওয়াজ শুনে ফয়জুলের মনে ধারণা জন্মায় জাফর ইকবাল ‘নাস্তিক’। এ ধারণা থেকে ফয়জুল একাই জাফর ইকবালকে হত্যার পরিকল্পনা করে এবং একাই সে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। তবে এ মামলার সাথে কোন জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা পায়নি বলে জানিয়েছে পুলিশ।

গেল ৩ মার্চ বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসান।

এ ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে ওই দিন রাতেই সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।

 

নবেল/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর