নেত্রকোনায় হত্যা মামলায় একজনের ফাঁসি

প্রতীকী ছবি

নেত্রকোনায় হত্যা মামলায় একজনের ফাঁসি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় কৃষক মোহাম্মদ আলী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে একই মামলায় দুজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মৌগাতী ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে আব্দুল আজিজ।

একই মামলায় খালাসপ্রাপ্তরা হলেন, আব্দুর গণি ও আব্দুর রাশিদ।

জেলা জজ আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, ২০১১ সালের ১২ আগস্ট বিকেলে মৌগাতী ইউনিয়ন পরিষদের সামনে চা খাওয়া অবস্থায় পূর্ব শত্রুতার জেরে আসামি আব্দুল আজিজ মোহাম্মদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনার দিন রাতেই নিহতের ছেলে মতিমিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছর ২ ডিসেম্বর আদালতে চার্জসীট দাখিল করেন।

আদালত ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন।

(নিউজ টোয়েন্টিফোর/কাকন/তৌহিদ)

সম্পর্কিত খবর