রোনালদোর দুই বছরের জেল

ক্রিস্তিয়ানো রোনালদো।

রোনালদোর দুই বছরের জেল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় পর্তুগিজ অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোকে দুই বছরের জেল ও ১ কোটি ৮৮ লাখ ইউরো জরিমানা করেছে আদালত।

পাঁচবারের বর্ষসেরা এই তারকার বিরুদ্ধে গত বছর বড় ধরনের কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেবার স্পেনের সরকারি কৌসুলিরা তার বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ করেন। কিন্তু গত বছরের জুলাইয়ে রিয়াল মাদ্রিদের আদালতে সেই দায় অস্বীকার করেছিলেন বর্তমান জুভেন্টাস তারকা।

পরে আবার একটি সংবাদ মাধ্যম জানিয়েছিল রোনালদো নাকি সেই অভিযোগ মেনে নিয়ে সমঝোতায় পৌঁছেছেন।

কিন্তু বৃহস্পতিবার স্প্যানিশ কর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণায় জানা যায় চারটি কর ফাঁকির মামলায় দোষী প্রমাণিত হয়েছেন রোনালদো। যার কারণেই তাকে এমন শাস্তি দেওয়া হয়।

এখন এই ১ কোটি ৮৮ লাখ ইউরো জরিমানা দিলেই মুক্তি পাবেন পর্তুগিজ তারকা রোনালদো।

জরিমানা পরিশোধ করলে জেলের শাস্তি থেকেও পরিত্রাণ পাবেন এই সুপাস্টার।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ থেকে ইতিালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে এখনও ফুটবল জগত চলছে আলোচনা, তর্ক-বিতর্ক। আর এরই মাঝে এ ঘটনা একটু হলেও ভোগাবে তাকে!

সম্পর্কিত খবর