ইউটিউব ভিডিও দেখে সন্তান প্রসবের চেষ্টা, অতঃপর ....

প্রতীকী ছবি

ইউটিউব ভিডিও দেখে সন্তান প্রসবের চেষ্টা, অতঃপর ....

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঘটনাটির সঙ্গে আমির খানের ‘থ্রি ইউিয়টস’ মুভির মিল পাওয়া যাবে। তবে শেষ পরিণতিটা সুখের নয়; ভয়াবহ। ইউটিউবে ভিডিও দেখে সন্তান জন্ম দিতে গিয়ে জীবন গেল এক নারীর।

থ্রি ইডিয়টসে নায়িকার বোনের সন্তান প্রসব করিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা।

কম্পিউটারের অন্য প্রান্ত থেকে পড়ুয়াদের কাজ করার নির্দেশ দিয়ে চলেছিলেন নায়িকা করিনা কাপুর। এবার যেন সেই ঘটনারই ছোঁয়া দেখা গেল ভারতের তামিলনাড়ুতে।

ভারতীয় গণমাধ্যমের খবর, গেল সোমবার (২৩ জুলাই) রাতে তামিলনাড়ুর কোয়েম্বাটোরের বাসিন্দা কার্তিকায়ন ও কৃতিগা নামে এক দম্পতি বাড়িতে সন্তান জন্ম দেওয়ার কথা ভাবেন।

সেই অনুযায়ী, ইউটিউব দেখে স্ত্রীর প্রসব করাতে যান স্বামী কার্তিকায়ন।

সেই সময় প্রবল যন্ত্রণা ওঠে কৃতিগার। এর পরই বিপাকে পড়ে অ্যাম্বুলেন্সে ডাকা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় কৃতিগার। পরে হাসপাতালে তার সন্তানের জন্ম হয়।

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, প্রসবের সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল কৃতিগার। এজন্যই মৃত্যু হয় তার।

এ ঘটনার পর তদন্তে নেমে পুলিশ প্রবীণ ও লাবণ্য নামে এক দম্পতির খোঁজ পেয়েছে। তারাই বাড়িতে সন্তান জন্ম দেওয়ার জন্য কার্তিকায়ন ও কৃতিগাকে পরামর্শ দিতেন। পুলিশ কার্তিকায়নকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করছে।

সূত্র: এবেলা

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর