নির্বাচনী এলাকায় পরোয়ানা ছাড়া গ্রেপ্তার নয়

নির্বাচনী এলাকায় পরোয়ানা ছাড়া গ্রেপ্তার নয়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে হাইকোর্ট স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাব-৮, বরিশাল পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, মেট্রোপলিটনের ৪ থানার ওসিসহ ১৩ জন বিবাদীর প্রতি রুল জারি করে এ নির্দেশ দেয়া হয়।

এর আগে বিসিসি নির্বাচন ঘিরে দলের নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগ এনে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার বুধবার (২৫ জুলাই) উচ্চ আদালতে এ রিট আবেদন করেন।

তার আইনজীবী মো. সগির হোসেন লিয়ন জানান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২৬ জুলাই) ওই রিট আবেদনের শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।



অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর