রোহিঙ্গা ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ

রোহিঙ্গা ইস্যুতে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে

রোহিঙ্গা ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে মিয়ানমারে চলমান সহিংসতা নিয়ে কথা বলবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

১৫ সদস্য নিয়ে গঠিত নিরাপত্তা পরিষদের সাত সদস্যের অনুরোধে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দেশগুলো হলো সুইডেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, মিশর, সেনেগাল ও কাজাখস্তান।

বৃহস্পতিবারের বৈঠকের প্রস্তুতির বিষয়ে মঙ্গলবার নিরাপত্তা পরিষদের সদস্যেদের মধ্যে রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত হবে।  যাতে নেতৃত্ব দেবেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক প্রধান জেফ্রি ফেল্টম্যান।

মিয়ানমারের মুসলমান অধ্যুষিত রাখাইনে ২৫ আগস্ট থেকে সহিংসতা শুরুর পর প্রায় চার লাখ ৩৬ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।  যেটিকে জাতিসংঘ মহাসচিব আখ্যা দিয়েছেন 'জাতিগত নির্মূল' হিসেবে।

 মিয়ানমার বরাবরই অস্বীকার করে আসলেও জাতিসংঘের অভিযোগ, রাখাইনে দেশটির সেনাবাহিনীর সদস্যরা হত্যা-ধর্ষণ-লুটপাট করছে এবং রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে।  সূত্র : বিজনেস ইনসাইডার

সম্পর্কিত খবর