দুই বছরেই জনপ্রিয়তা পেয়েছে নিউজ টোয়েন্টিফোর: এমপি আজাদ

নাটোরে কেক কেটে নিউজ টোয়েন্টিফোরের বর্ষপূর্তি উদযাপন

দুই বছরেই জনপ্রিয়তা পেয়েছে নিউজ টোয়েন্টিফোর: এমপি আজাদ

নাটোর প্রতিনিধি

নাটোরের  বাগাতিপাড়া-লালপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, নিউজ টোয়েন্টিফোর মাত্র দুই বছরেই সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে। দেশে এত টিভি চ্যানেলের ভীড়ে এত কম সময়ে দর্শকমহলে জনপ্রিয় হওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার। সেখানে ২৪ ঘন্টার সংবাদভিত্তিক এই চ্যানেলটি মাত্র দুই বছরে যে সফলতা পেয়েছে তা প্রশাংসার দাবি। নিউজ টোয়েন্টিফোর পরিবারের সদস্যরা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমি মনে করি সেদিন আর বেশি দূরে নয় যেদিন চ্যানেলটি বাংলাদেশের এক নম্বর টিভি চ্যানেলের জায়গাটি দখল করবে।

নিউজ টোয়েন্টিফোরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরে অনুষ্টিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

শনিবার সন্ধ্যায় নাটোরের শহীদ মমতাজ উদ্দীন মিলনায়তনে টিভি চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। নাটোর নিউজ রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাইমুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরও বক্তব্য রাখেন সমকাল ও একুশে টিভির নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, তমালতলা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু, ইউপি চেয়ারম্যান আবু আল বেলাল, বিশিষ্ট সমাজসেবক খান মামুন, আমরা নাটোরবাসীর সভাপতি মঞ্জুর মোর্শেদ লুলু, আওয়ামী লীগ নেতা আফতাব হোসেন ঝুলফু, ইসাহাক আলী, সাংবাদিক অলভি শরীফ, মাসুদ রানা, ওয়াকিল আহমেদ সাগর প্রমুখ। বক্তারা নিউজ টোয়েন্টিফোরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সম্পর্কিত খবর