কক্সবাজারে অস্ত্র মামলায় দুইজনের ১০ বছরের সাজা

প্রতীকী ছবি

কক্সবাজারে অস্ত্র মামলায় দুইজনের ১০ বছরের সাজা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে অস্ত্র মামলায় দুইজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। রোববার  দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার দায়রা জজ আদালতের (প্রথম) বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার মৃত মোস্তাক মিয়ার ছেলে বজল আহমদ ও কালারমারছড়ার হরিণারঝিরি এলাকার মোহাম্মদ হোসেনের স্ত্রী সায়েরা খাতুন।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে এ রায় ঘোষণা করেন বিচারক। তবে দণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছে। এই মামলায় আরও দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

কক্সবাজার দায়রা জজ আদালতের (প্রথম) সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

 

(নিউজ টোয়েন্টিফোর/ইস্যু/তৌহিদ)

সম্পর্কিত খবর