এবার সৌদিতে ৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে নিহত ৮ বাংলাদেশি হজযাত্রী

এবার সৌদিতে ৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি

২০১৮সালে পবিত্র হজব্রত পালন করতে সৌদি আরব গিয়ে মারা গেছেন আট বাংলাদেশি হজযাত্রী।

সৌদি আরবস্থ বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে।  

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জের মো. মতিউর রহমান (৫৯) (পাসপোর্ট নং  BQ0389654), দিনাজপুরের আখতারুজ্জামান(৬২), (পাসপোর্ট নং  BQ0932378),  নারায়ণগঞ্জের মোহাম্মদ আমির হোসেন(৫৪) (পাসপোর্ট নং BR0947131),বরিশালের এমএ বারেক হাওলাদার(৬৩) (পাসপোর্ট নং  BM0444827), মানিকগঞ্জের আব্দুস সাত্তার(৬৯) (পাসপোর্ট নং BN0540008), জামালপুরের আবুল কালাম আজাদ(৬০) (পাসপোর্ট নং BT0299466), ময়মনসিংহের আব্দুল হালিম আকন্দ(৭১) (পাসপোর্ট নং BR0509053) এবং নওগাঁর আব্দুর রহমান আকন্দ(৫৭) (পাসপোর্ট নং OC9187825)।

তারা সবাই মক্কায় মারা গেছেন এবং তারা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, শ্বাসকষ্ট, ডায়াবেটিকসসহ বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

এবছর থেকে সরকারি, বেসরকারি এবং সাপোর্টিং টিমের সদস্যসহ ১ লাখ ২৮হাজার বাংলাদেশির হজ পালনের কথা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/আল-আমিন/তৌহিদ)

সম্পর্কিত খবর