বাঘাইছড়িতে ইউপিডিএফ এর ৪৪ জনের নামে হত্যা মামলা

বাঘাইছড়িতে ইউপিডিএফ এর ৪৪ জনের নামে হত্যা মামলা

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি প্রতিনিধি

বাঘাইছড়িতে ইউপিডিএফের ৪৪নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহত বন কুসুম চাকমা পরিবার। রোববার  বিকেলে নিয়ন চাকমা নামে এক যুবক বাদি হায়ে বাঘাইছড়ি উপজেলা থানায় এ মামলা দয়ের করেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযুক্তরা হলেন-  ইউপিডিএফ নেতা সচিব চাকমা, রবি শংকর চাকমা, মাইকেল চাকমা, রণজিৎ চাকমা, উদয় বিকাশ চাকমা, আশিন্টু চাপকমা, বিশ্বজ্যোতি চাকমা, সুমন চাকমা, তনরাম চাকমা, মলায়ন চাকমা, হেভেন চাকমা, কিশলয় চাকমা, বিধুভূষণ চাকমা, নয়ন মণি চাকমা, রঞ্জন মণি চাকমা, নাদিম কার্বারী,  বিমল কান্তি চাকমা, পুলক পুক্কু চাকমা, শিশির কুমার চাকমা, নিকেতন চাকমা, লক্ষিরাজ চাকমা, চৌগা চাকমা নিপন, ধনময় চাকমা, জীবন চাকমা, মলয় কিশোর চাকমা, রিপন চাকমা, মুকুল কান্তি তালুকদার,  রতœজ্যোতি চাকমা, জুয়েল চাকমা, সমাজ প্রিয় চাকমা, জুয়েল চাকমা, ইন্দু মণি চাকমা, সর্বোত্তম চাকমা, চঞ্চুমণি চাকমা, জিকু ত্রিপুরা, প্রত্যুত্তর চাকমা, অমল ত্রিপুরা, তপন চাকমা, অতল চাকমা,  সুকেশন চাকমা, রূপায়র চাকমা, জেসিম চাকমা এবং রিপেল চাকমা।

প্রসঙ্গত, গত ২৬জুলাই বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দাঙ্গাছড়া, রাইন্নাছড়া ও বেতাগী ছড়া এলাকায় দূর্বৃত্তের গুলিতে নিহত হয় বন কুসুম চাকমা। এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) লোকদের দায়ি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

(নিউজ টোয়েন্টিফোর/মুমু/তৌহিদ)

সম্পর্কিত খবর