নীলনকশার নির্বাচন হচ্ছে: রিজভী

ফাইল ছবি

নীলনকশার নির্বাচন হচ্ছে: রিজভী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তিন সিটিতে নীলনকশার নির্বাচন হচ্ছে বলে দাবি করেছে বিএনপি। নির্বাচনের ভোট শুরু হওয়ার পর হামলা, গ্রেপ্তার ও কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এমনকি বিভিন্ন স্থানে তাদের এজেন্ট নিখোঁজ রয়েছে বলেও অভিযোগ বিএনপি'র।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সব অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘এখন পর্যন্ত যা ঘটেছে, তিন সিটিতে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখছি না। সরকার প্রচণ্ডভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করছে। ’

রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচনী প্রচারের প্রথম থেকে সরকারের নীলনকশার নির্বাচন নিয়ে আমরা যে অভিযোগগুলো করেছিলাম, সেটিরই নগ্ন বহিঃপ্রকাশ তিন সিটিতে ফুটতে শুরু করেছে। ভোট শুরুর তিন ঘণ্টার মধ্যে বরিশালে ২৬, সিলেটে ৫ ও রাজশাহীতে ১৭টি কেন্দ্র থেকে বিএনপি'র এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

রাজশাহী সিটিতে তাদের ২৪ জন এজেন্ট নিখোঁজ রয়েছেন। এসব দেখেও নিরব রয়েছে নির্বাচন কমিশন। কোন অভিযোগ কানে তুলছে না। তারা যেন মূক ও বধির হয়ে গেছে। অবৈধ সরকারকে খুশি করতে নির্বাচন কমিশন নিজেদের স্বাধীন ক্ষমতাকে নিজেরাই হরণ করেছে। '

রিজভী বলেন, 'বর্তমান সরকার কখনোই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না। ক্ষমতাসীনরা অহংকার আর উন্মত্ততায় বিচার-বুদ্ধি হারিয়ে হিংস্র হয়ে নির্বাচনী বিজয় জোর করে ছিনিয়ে নিতে চাইছে। শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবেন, নির্বাচন এমনই হবে। আর আত্মা বিক্রিকারী নির্বাচন কমিশন ভোট শেষে অনুশোচনাহীন চরম মিথ্যাচার করে বিবৃতি দেবে। '

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

সম্পর্কিত খবর