মিম-রাজীবের পরিবারকে ৫ লাখ করে টাকা দেয়ার নির্দেশ

বাসচাপায় নিহত মিম ও রাজীব

মিম-রাজীবের পরিবারকে ৫ লাখ করে টাকা দেয়ার নির্দেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিমানবন্দর সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত আবদুল করিম ওরফে রাজীব ও দিয়া খানম ওরফে মিমের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

ক্ষতিপূরণের এই টাকা জাবালে নূর পরিবহনের মালিককে দিতে বলা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে এ ব্যাপারে তদারকি করে আগামী ১২ আগস্ট আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কোন যোগ্যতায় লাইসেন্স দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে সে ব্যাপারে বিআরটিএ-কে প্রতিবেদন দিতে বলা হয়েছে।  

সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, গতকাল রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

সম্পর্কিত খবর