সন্ত্রাসী কর্মকাণ্ড না হলে আরও ভোট পেত ধানের শীষ : আরিফুল

সন্ত্রাসী কর্মকাণ্ড না হলে আরও ভোট পেত ধানের শীষ : আরিফুল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিলেট সিটির ভাবি নগরপিতা আরিফুল হক চৌধুরী বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড না হলে আরও ভোট পেত ধানের শীষ।

নিশ্চিত জয়ের পথে থাকা বিএনপি প্রার্থী আরিফুল নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ জয় আমার নয়, এ জয় সিলেটবাসীর। ’

এর আগে নানা কারচুপির অভিযোগ এনে আরিফুল হক চৌধুরী বলেছিলেন, জালভোট, কেন্দ্র দখলসহ শাসক দলের জবরদস্তির কারণে ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ভোট চুরি হয়েছে ৪০ কেন্দ্রে।

এসব অভিযোগে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি।

সিটি নির্বাচনে ১৩৪ ভোটকেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আরিফুল হক চৌধুরী। স্থগিত হওয়া দুই কেন্দ্রের ফল পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। এর জন্য আটকে আছে বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীর বিজয়।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, আরিফুল এগিয়ে রয়েছেন। তবে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ঘোষিত বেসরকারি ফলে দেখা যায়, ১৩৪ ভোটকেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফুল ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন।

স্থগিত কেন্দ্র দুটিতে ভোট ৪ হাজার ৭৮৭টি। স্থগিত হওয়া কেন্দ্রের ভোটার সংখ্যা দুই প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে বেশি হওয়ায় এখনই বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না এগিয়ে থাকা প্রার্থীকে।

এর আগে কেন্দ্র দখল, জালভোটসহ নানা অভিযোগ তুলে নির্বাচনের ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছিলেন আরিফুল হক চৌধুরী। অন্যদিকে, আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান দাবি করেন, সুষ্ঠু ভোট হয়েছে।



অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর