কিশোরীর গলায় বিঁধে আছে ১০ সুচ!

কিশোরীর গলায় বিঁধে আছে ১০ সুচ!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

একটি দু’টি নয়, দশ-দশটি সুচ ১৪ বছরের কিশোরী অপরূপা বিশ্বাসের গলায় বিঁধে আছে! এক্স-রে রিপোর্ট দেখার পর হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকদের চক্ষু চড়কগাছ। আজ (৩১ জুলাই) বিভাগীয় চিকিৎসক মনোজ মুখার্জির নেতৃত্বে অস্ত্রোপচার করে বিঁধে যাওয়া সুচগুলি বের করার কথা।

ভারতের পশ্চিমবঙ্গের (বাংলার) কৃষ্ণনগরের অক্ষয় বিদ্যাপীঠের ৮ম শ্রেণির ছাত্রী অপরূপা। ওই কিশোরী ২১ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পর গলায় অসহ্য যন্ত্রণা হচ্ছে বলে বাবা-মাকে জানায়।

প্রথমে বাবা-মা ভাবেন হয়তো ঠাণ্ডা লেগেছে, তাই গলা ব্যথা করছে।

কিন্তু খেতে বসে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে সে। প্রথমে তাকে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স-রে করে ধরা পড়ে গলায় বিপজ্জনকভাবে বিঁধে ১০টি সুচ! যন্ত্রণায় কাতরাতে থাকা অপরূপাকে নিয়ে আসা হয় কলকাতায়।

আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার (২৬ জুলাই) অপরূপাকে কলকাতার নীল রতন সরকার (এনআরএস) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। কিন্তু কী করে এতগুলো সেই কিশোরীর গলায় বিঁধলো তা বলতে পারেনি তার পরিবার।

পরিবারের দাবি, তারা জানেন না কবে, কিভাবে এতগুলো সুচ গলায় ঢুকলো। অপরূপা নিজেও কোনো সদুত্তর দেয়নি।  

চিকিৎসকেরাও অবাক এই দৃশ্য দেখে। কিশোরী মানসিক দিক থেকে সুস্থ নয় বলে সন্দেহ চিকিৎসকদের। আজ অস্ত্রোপচারের পর হয়তো জানা যাবে‌।


সূত্র: আজকাল, নিউজ এইট্টিন বাংলা

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর