হাস্যোজ্জ্বল বক্তব্যে নৌ-মন্ত্রীর দুঃখ প্রকাশ

ফাইল ছবি

হাস্যোজ্জ্বল বক্তব্যে নৌ-মন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শিক্ষার্থীদের নিয়ে হাস্যোজ্জ্বলভাবে বক্তব্য দেয়ায় অবশেষে দুঃখপ্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ মঙ্গলবার বিসিআইসি ভবন মিলনায়তনে একটি আলোচনা সভায় তিনি দুঃখপ্রকাশ করেন।

শাজাহান খান বলেন, শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে আমি দুঃখিত ও লজ্জিত। এতে যারা আহত হয়েছেন তাদের বিষয়টি ক্ষমাসুন্দরভাবে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

মন্ত্রী বলেন, সেদিন সচিবালয়ে আমরা সবাই খুব উৎফুল্ল ছিলাম। ৬৮ বছর পর মোংলা বন্দরের জন্য একটি ক্রেন কিনেছি। ওখানে তখন চুক্তি সই হচ্ছিল। সে কারণে বক্তৃতার সময় আমি খুব হাস্যোজ্জ্বলভাবে কথা বলছিলাম।

তখন এক সাংবাদিক দুর্ঘটনার বিষয়ে জানতে চান। বিষয়টি আমার জানা ছিল না। তারপরেও নানাভাবে কথা বলানোর চেষ্টা করেন সাংবাদিকরা। তখন আমি কিছুটা হাসিখুশিভাবে কথা বলেছি। এ ঘটনায় আমি দুঃখিত ও লজ্জিত। এতে যারা আহত হয়েছেন তাদের বিষয়টি ক্ষমা সুন্দরভাবে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর