চলে গেলেন অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়

দ্বিজেন বন্দ্যোপাধ্যায়I -পুরনো ছবি

চলে গেলেন অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রয়াত নাট্যব্যক্তিত্ব দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। উৎসবের আবহেই বাংলার নাট্য মহলে নামল বিষাদের করুণ সুর। মঙ্গলবার দিবাগত গভীর রাতে হৃদরোগে আক্রান্ত মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

বৃহস্পতিবার তার মরদেহ প্রথমে একাডেমি অব ফাইন আর্টসে নিয়ে যাওয়া হবে। সেখানেই শ্রদ্ধা জানাবেন তার অগণিত ভক্তরা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মসানে। সেখানেই হবে শেষকৃত্য।

 

বাংলা সিনেমা, টেলিভিশন ছাড়াও থিয়েটার জগতের অন্যতম সেরা চরিত্রাভিনেতার প্রয়াণে বাংলা অভিনয় জগতে নেমে এসেছে শোকের ছায়া।

১৯৪৯ সালের ২২ সেপ্টেম্বর জন্ম হয় দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের। দ্বিজেন বন্দ্যোপাধ্যায় বলতেই বাঙালি দর্শকের স্মৃতিতে ভেসে ওঠে 'আবার যখের ধন' সিরিয়ালের মতো অসংখ্য সিরিয়াল, সিনেমা এবং নাটকে তার অবিস্মরণীয় কাজ। সাম্প্রতিক সময়ে 'জাতিস্মর', 'অটোগ্রাফ', 'ফড়িং', 'যেখানে ভূতের ভয়'র মতো ছবিতেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছিলেন দ্বিজেন। 'সংস্তব' নামে নাট্যদল ছিল তার।

সম্পর্কিত খবর