অপ্রাপ্ত বয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের ব্যবস্থার নির্দেশ

ফাইল ছবি

অপ্রাপ্ত বয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের ব্যবস্থার নির্দেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গণপরিবহণে অপ্রাপ্ত বয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি চালকদের ব্যবস্থার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত রোবিবার বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ এবং ডিএমপিকে নির্দেশ প্রদান করা হয়েছে।
 
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দেওয়া হয়।
 
ঢাকা শহরের বর্তমান গণপরিবহণের অব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এই সভার আয়োজন করা হয় বলে আজ পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।


 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর