মাহমুদউল্লাহর ব্যাটে বাংলাদেশের ১৪৩ রানের পুঁজি

ম্যাচের প্রথম বলেই স্টাম্পড হলেন তামিম [এএফপি]

মাহমুদউল্লাহর ব্যাটে বাংলাদেশের ১৪৩ রানের পুঁজি

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংটা মনের মতো হলো না বাংলাদেশের। ৯ উইকেটে ১৪৩ রান তুলছে পেরেছে টাইগাররা।

মাহমুদউল্লাহ রিয়াদ হাল না ধরলে আরও বড় বিপদে পড়তে হতো। তার ২৭ বলে ৩৫ রানের ইনিংসের ওপর ভর করেই ছোটখাটো সংগ্রহ দাঁড় করাতে পেরেছে সাকিব
বাহিনী।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকার ফিরে যান কোনো রান না করেই।

লিটন দাস আর সাকিব আল হাসানের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামলে নেয় টাইগাররা। তবে ইনিংস বড় করতে পারেননি তারাও।

লিটন ২১ বলে ২৪ আর সাকিব ১০ বলে ১৯ করে আউট হন। মুশফিকও ১৫ রানের বেশি করতে পারেননি। এরপরের সময়টায় দলকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ।

news24bd.tv

স্বাগতিকদের সেরা বোলার কেসরিক উইলিয়ামস। ২৮ রান খরচায় ৪ বাংলাদেশিকে ডাগ-আউটে ফেরত পাঠিয়েছেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন অ্যাশলে নার্স ও কিমো পল।  

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর