বাসের রং বদলাচ্ছে জাবালে নূর?

বাসের রং বদলাচ্ছে জাবালে নূর কোম্পানি।

বাসের রং বদলাচ্ছে জাবালে নূর?

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় কলেজের দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় গত চারদিন ধরে দোষীদের বিচারের দাবিতে রাস্তা অবরোধ করছে শিক্ষার্থীরা। দুর্ঘটনার দায়ে আলোচিত বাস কোম্পানি জাবালে নূরের রুট পার্মিট বাতিল করেছে সরকার।

কিন্তু মিরপুর ১০ নম্বর এলাকায় জাবালে নূর বাসগুলোর রং বদলে ফেলা হচ্ছে! এছাড়াও মিরপুরের রাস্তায় এই কম্পানির একাধিক বাসকে রং বদল করতে দেখা গেছে। নতুন রংয়ে নতুন নামে পথে নামার প্রস্ততি!

বুধবার জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সকাল ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় বিআরটিএর চেয়ারম্যান মশিউর রহমান বলেন, কম্পানিটির লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে।

আবার রাজপথে নামতে প্রস্তুতি নিচ্ছে জাবালে নূর? ড্রাইভিং সিটে থাকবে সেই নেশাখোর চালকেরা? আবারও দুর্ঘটনা হবে। প্রতিবাদে রাস্তায় নামলে পুলিশের মার খাবে জনসাধারণ। চালককে গ্রেপ্তার করলে পরিবহন শ্রমিকরা 'ধর্মঘট' ডাকবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর