ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি

গত রোববার ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বুধবার সারাদিনই থেমে থেমে এ কর্মসূচি পালন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচি পালনকালে নতুর বাজার, গাঙ্গিনাপাড় এবং পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় বেশ কয়েকটি অটো রিকশা, বাস ও প্রাইভেটকার ভাঙচুর করা হয়।

শিক্ষার্থীদের বিক্ষোভে নগরীর বেশিরভাগ দোকান পাট বন্ধ রাখা হয়েছে।

পরে দুপুরে নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকায় নটরডেম কলেজের শিক্ষার্থীরা ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে আধাঘণ্টা বিক্ষোভ করে। এতে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।  

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, নিরাপদ সড়কের দাবিতে ময়মনসিংহের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত নগরীর বিভিন্নস্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এসময় তারা কয়েকটি অটোরিকশা, প্রাইভেটকার ও বাসে ইট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান মাহমুদুল ইসলাম।

(নিউজ টোয়েন্টিফোর/নোমান/তৌহিদ)