‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ’

‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিমের মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে গত চারদিন ধরে বিক্ষোভ করে আসছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। নয় দফা দাবিতে এ আন্দোলন এরই মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। শান্তিপূর্ণ এ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাতে প্লাকার্ড-ফেষ্টুন নিয়ে মানববন্ধনও করে। আকর্ষণীয় স্লোগান সম্বলিত এসব প্লাকার্ড ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

উল্লেখযোগ্য স্লোগানগুলো হলো- ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘পুলিশ আংকেল আপনার চা-সিগারেটের টাকা আমি আমার টিফিনের টাকা দিয়ে দিচ্ছি, তাও আপনি এভাবে গাড়ি চালাতে দিয়েন না, ‘৯ টাকায় এক জিবি চাই না, নিরাপদ সড়ক চাই’ ‘ছাত্র-পুলিশ ভাই ভাই, নিরাপদ সড়ক চাই’ ট্রাফিক পুলিশের হাতে ঘুষ, প্রশাসনের নেই হুঁশ’ ইত্যাদি।  

সেই সঙ্গে এবার আরও একটি স্লোগান ফেসবুকে ভাইরাল হয়েছে। যা হলো- ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর