'শিশুরা রাস্তায় ভিজে নিরাপদ সড়কের দাবিতে শ্লোগান দিচ্ছে'

শিশুরা রাস্তায় ভিজে নিরাপদ সড়কের দাবিতে শ্লোগান দিচ্ছে: এরশাদ

'শিশুরা রাস্তায় ভিজে নিরাপদ সড়কের দাবিতে শ্লোগান দিচ্ছে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, কোমলমতি শিশুরা রাস্তায় ভিজে ভিজে নিরাপদ সড়কের দাবিতে শ্লোগান দিচ্ছে, এটা মেনে নেয়া সত্যিই কষ্টকর ও দুঃখ জনক। তারা শুধু সড়কে জীবনের নিরাপত্তার জন্য সংগ্রাম করছে, এই যৌক্তিক আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আন্দোলনরত রাজপথের এই মেধাবী শিশুরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে।

উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই শিশুরাই কারিগর হিসেবে কাজ করবে। দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের আজকের স্বপ্নগুলো আগামীতে তারাই বাস্তবায়ন করবে।

রাজধানীর বিমানবন্দর রোডে বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিমের পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থসহায়তাকে স্বাগত জানান সাবেক রাষ্ট্রপতি এরশাদ।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর