দাবি মেনে নেয়ার পর আন্দোলন অযৌক্তিক: কাদের

দাবি মেনে নেয়ার পর আন্দোলন অযৌক্তিক

দাবি মেনে নেয়ার পর আন্দোলন অযৌক্তিক: কাদের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার প্রক্রিয়া পর আন্দোলন করা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি । বৃহস্পতিবার বিকালে সোনারগাঁও হোটেলে ঢাকা সাবওয়ে (আন্ডারগ্রাউন্ড মেট্রো) নির্মাণে সম্ভব্যতা সমীক্ষা পরিচালনায় পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, তাদের দাবিনামা যৌক্তিক আমি আগেও বলেছি, দাবিনামা মেনে নেয়ার পর আন্দোলন হয় সেটা কিন্তু অযৌক্তিক হবে। দাবিনামা মেনে নেয়ার পথে অনেক দূর এগিয়ে গেছি এবং অনেকগুলো মেনে নেয়া হয়েছে।

যেটা বাকি আছে সেটা সড়ক পরিবহন আইন। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী কেবিনেট মিটিং এ আসবে সে আইনটি অ্যাপ্রুভ হওয়ার পর সংসদে যাবে এবং আশা করছি এ আইনটি পাস হবে।

সেতুমন্ত্রী বলেন, অপরাধীদের গ্রেফতার করেছে দ্রুততার সঙ্গে। ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাকিগুলো সড়ক পরিবহন আইনের মধ্য আছে, সংসদে পাস হলে ইমপ্লিমেন্ট করা যাবে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিচারও সময়ের ব্যাপার। বিষয়টি আমাদের কোমলমতিরা উপলব্ধি করবে।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর