পরিবহন মালিক সমিতির ধর্মঘটে অচল সুনামগঞ্জ

যানবাহন না চলায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা

পরিবহন মালিক সমিতির ধর্মঘটে অচল সুনামগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে এবার যাত্রী, চালক ও যানবাহনের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ পরিবহন মালিক সমিতি। ফলে বন্ধ রয়েছে সুনামগঞ্জ থেকে সব ধরণের পরিবহন চলাচল।

শুক্রবার ভোর ৬টা থেকে সুনামগঞ্জ থেকে সব ধরণের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। অন্য জায়গা থেকেও কোন পরিবহন সুনামগঞ্জে ছেড়ে আসেনি।

ভোর থেকে সব ধরণের যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

সুনামগঞ্জ পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক জানান, বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মানুষের জান-মালের নিরাপত্তা নেই। সেই সাথে চালক ও পরিবহনেরও কোন নিরাপত্তা নেই। তাই আমরা কেন্দ্রীয় সিদ্বান্ত অনুযায়ী আমাদের সুনামগঞ্জ থেকে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রেখেছি।

পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যাত্রীসহ সব ধরণের পরিবহন চলাচল শুরু হবে।

সম্পর্কিত খবর