শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়ন শুরু হয়েছে: কাদের

ফাইল ছবি

শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়ন শুরু হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। ইতোমধ্যে তাদের ৯টি দাবি বাস্তবায়ন শুরু হয়ে গেছে। খুব দ্রুত সময়ের মধ্যে  ফিটনেসবিহীন সকল পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।

আজ ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মন্ডলীর সভা শেষে এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সরকার কোন রাগ করেনি বরং সব দাবি মেনে নিয়েছে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলেই মেনে নেওয়া হয়েছে। এরইমধ্যে বাস্তবায়ন শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে বলছেন।

 

সড়ক মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উপর কোন দমনমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের দাবি যৌক্তিক। দ্রুততম সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে সব ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিবহন মালিকদের ধর্মঘটে সড়কে যান চলাচল বন্ধ থাকা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গণপরিবহনসহ সব পরিবহন রাস্তায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর