‘দাড়ি কেন, গলা কেটে দিলেও আমরা মুসলিম’

মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাউদ্দিন ওয়াইসি।

‘দাড়ি কেন, গলা কেটে দিলেও আমরা মুসলিম’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের হরিয়ানাতে এক মুসলিমকে জোর করে তাঁর দাড়ি কাটতে বাধ্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাউদ্দিন ওয়াইসি।

তিনি জানান, তাঁরা মুসলিম। শুধু দাড়ি কেন গলা কেটে দিলেও তাঁরা মুসলিমই থাকবেন। এ ক্ষেত্রে এক চুলও পিছ পা হবেন না তাঁরা।

 

ক্ষোভ প্রকাশ করে ওয়াইসি আরও বলেন, ‘‌এক মুসলিম ব্যক্তিকে তাঁর দাড়ি কেটে ফেলতে বাধ্য করা হয়েছে। যারা এই কাজটি করেছে, আমি তাদের এবং তাদের বাবার উদ্দেশ্যে বলি যে, আমাদের গলা কেটে ফেললেও, আমরা মুসলিমই থাকব। আমরা তোমাকে ইসলামে রূপান্তরিত করে তোমাকে দাড়ি রাখতে বাধ্য করব। ’‌

বৃহস্পতিবার কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভারতের গুরুগ্রামের ২৯ নম্বর সেক্টরের এক মুসলিম যুবকের দাড়ি জোর করে কেটে দেয়।

ইউনুস নামে ওই যুবকের সঙ্গে প্রথমে ওই অচেনা ব্যক্তিদের বচসা হয়। এই বচসার জেরেই ইউনুসকে একা পেয়ে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁর দাড়ি কেটে দেয়।

সূত্রের খবর, পুরো ঘটনাটি একটি সেলুনের মধ্যে ঘটে। ওই ব্যক্তি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।   

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর