৭ মাত্রার ভূমিকম্পেও নামাজ চালিয়ে গেলেন ইমাম!

তীব্র ভূমিকম্পের মাঝেও নামাজ চালিয়ে যাচ্ছেন ইমাম।

৭ মাত্রার ভূমিকম্পেও নামাজ চালিয়ে গেলেন ইমাম!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ৮২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশ মানুষ। এদিকে এ ভূমিকম্পের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিও-তে দেখা যাচ্ছে, মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছেন।

এমন সময় তীব্র ভূকম্পন শুরু হলো। পেছন থেকে কয়েকজন মুসল্লি ভূমিকম্পের ভয়ে দৌড়ে পালিয়ে যান। কিন্তু ইমাম নামাজ চলমান রাখেন। তবে সব মুসল্লি চলে যাননি।
ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ শেষ করেন অধিকাংশ মুসল্লি। ভূমিকম্পের মাত্রা আরও বেড়ে গেলে তিনি ভারসাম্যের জন্য পাশের দেওয়ালে হাত দেন কিন্তু তারপরও শেষ পর্যন্ত নামাজ চলমান রাখেন ইমাম। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে মসজিদে মুসল্লিরা দুলতে ছিল।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় রিখটার স্কেলের ৭ মাত্রার ভূমিকম্পে হাজার হাজার ভবন ভেঙে পড়েছে এবং বন্ধ হয়েছে বিদ্যুৎ যোগাযোগ। ব্যাহত হচ্ছে জীবন যাত্রা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর