জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ফল প্রকাশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের সন্মান তৃতীয় বর্ষ (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০টি  বিষয়ে ৬১৩টি কলেজের ১ লাখ ৭৬ হাাজর ৫৩১ জন (নিয়মিত) ও ৪২ হাজার ১২৩ জন মানউন্নয়ন পরীক্ষায় অংশ নেয়। ২২১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫৩ জন। উত্তীর্ণের হার শতকরা ৯৭ দশমিক ৮০ভাগ।

শিক্ষার্থীরা সোমবার সন্ধ্যা সাতটা থেকে SMS এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuh3 Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর