বিচার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম

রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধনে সাংবাদিক নেতারা।

বিচার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর কয়েকটি স্থানে হামলার শিকার হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।  

সাংবাদিকদের ওপর বর্বর হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় তারা বৃহত্তম আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিক নেতারা এ ঘোষণা দেন।

গত রোববার আন্দোলনকারী শিক্ষার্থীদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় হামলার শিকার হন এপির সাংবাদিক এমএ আহাদসহ কর্তব্যরত অনেক সাংবাদিক। এছাড়া রাজধানীর ধানমণ্ডিতে অন্তত পাঁচ সাংবাদিককে মেরে রক্তাক্ত করা হয়। সেই সঙ্গে ভাঙ্গা হয় কারো কারো ক্যামেরাও।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর